Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদানের আবেদনের তালিকা প্রেরণ প্রসঙ্গে।
Details

উর্পযুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা কর্তৃক নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদানের জন্য অত্র কার্যালয়ে আবেদন পত্র দাখিল করিয়াছে। দাখিলকৃত আবেদন পত্রগুলি সুপারিশসহকারে সংযুক্ত ছক মোতাবেক পূরন পুর্বক অত্রসাথ প্রেরণ করা হলো।

 

         

সংযুক্ত আবেদনপত্র ২(দুই) ফর্দ করে ২Ð৯=১৮ কপি।

 

 

 

 

 

উপপরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়

চুয়াডাঙ্গা।

 

(মোছাঃ মৌমিতা পারভীন)

উপজেলা সমাজসেবা অফিসার

চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।

Images
Attachments
Publish Date
20/06/2021