Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
In the context of the directions given by the Hon'ble High Court in Writ Petition No. 6500/2021.
Details

শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।

 

 

স্মারক নম্বর: ৪১.০১.১৮২৩.০০০.১৬.০০১.২১. ৪৪

                      তারিখ:

 ১৪ ফাল্গুন ১৪২৮

 ২৭ ফেব্রুয়ারী ২০২২

 

 

বিষয়: রিট পিটিশন নং-৭৫০০/২০২১ এর মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নির্দেশনা প্রসঙ্গে।

 

সুত্র: ০৫.৪৪.১৮২৩.০০০.৩৯.০০৮.১৮. ১০৫ তারিখ: ২২/০২/২০২২ খ্রি.

 

উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরেজমিনে তদন্ত করে দেখা যায় যে, উপজেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা সদর এর আওতাধীন কোন সংস্থা বা প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে লাইসেন্স গ্রহন ব্যতিরেকে ব্যক্তিগত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, সমবায় সমিতি ও স্থানীয় সুদখোর মহাজন কর্তৃক ঋণ কার্যক্রম পরিচালনা করে না।

 

ইহা মহোদয়ের সদয় অবগতির জন্য প্রেরণ।

 

 

 

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার

চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

মোছাঃ মৌমিতা পারভীন

উপজেলা সমাজসেবা অফিসার

চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

ফোন- ০২৪৭৭৭৮৭৭৮৫

Images
Attachments
Publish Date
27/03/2022