উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে এ উপজেলার Autism এবং Neurodevelopmental Disorder বিষয়ে (অক্টোবর/২০২১ হতে ডিসেম্বর/২০২১) ত্রৈমাসিক প্রতিবেদন সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত নিম্নোক্ত ছক মোতাবেক প্রেরণ করা হল।
ক্রমিক নং |
কার্যক্রম |
চলমান কার্যক্রম |
০১ |
০২ |
০৩ |
০১ |
৪০০১ জন প্রতিবন্ধীকে মাসিক ৭৫০ টাকা হারে ভাতা প্রদান করা হয় । |
কার্যক্রম চলমান |
০২ |
প্রতিবন্ধী জরিপ করে সদর উপজেলায় সর্বমোট ৬০২২ জন কে আই ডি র্কাড প্রদান করা হয়েছে । |
প্রতিবন্ধী জরিপ চলমান |
০৩ |
প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিঃ- প্রাথমিক স্তরঃ ৮৬ জন ৭৫০টাকা হারে উপবৃত্তিঃ- মাধ্যমিক স্তরঃ ৮৮ জন ৮০০ টাকা হারে উচ্চ মাধ্যমিক স্তরঃ ২২ জন ৯০০ টাকা হারে উচ্চতর স্তরঃ ০৭ জন ১২০০ টাকা হারে মাসিক উপবৃত্তি প্রদান করা হয় । |
কার্যক্রম চলমান |
০৪ |
Neurodevelopment Disorder শিশুকে এক কালিন ৫০০০ হাজার টাকা করে প্রদান করা হয় । |
কার্যক্রম চলমান |
০৫ |
প্রতিবন্ধীর জীবন মান উন্নয়নে দুই বছর মেয়াদে ৫% সার্ভিস এর মাধ্যমে ঋন প্রদান করা হয় । |
কার্যক্রম চলমান |
মোঃ শামীম ভুঁইয়া উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা। |
মোছাঃ মৌমিতা পারভীন উপজেলা সমাজসেবা অফিসার চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS