Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
শহিদ বীর মুক্তিযোদ্ধা রবিউল হক জোয়ার্দ্দার এর কন্যার আবেদনের তদন্ত প্রতিবেদন প্রেরণ।
Details

উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, শহিদ বীর মুক্তিযোদ্ধা রবিউল হক জোয়ার্দ্দার, পিতা- মৃত সামসুদ্দিন হক জোয়ার্দ্দার, মহল্লা- পোষ্টঅফিস পাড়া, ডাকঘর- চুয়াডাঙ্গা, উপজেলা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা। সরেজমিনে তদন্ত এবং স্বাক্ষীগণ যথা বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম ছারোয়ার সিদ্দিক (বাবলু) এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজ উদ্দিন বাবু  সম্মানিত মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে জানা যায় যে, শহিদ বীর মুক্তিযোদ্ধা রবিউল হক জোয়ার্দ্দার রাষ্টীয় সম্মানী ভাতা গ্রহন করতেন। তার মৃত্যুর পর তার স্ত্রী রাষ্টীয় সম্মানী ভাতা গ্রহন করতেন। সরেজমিনে তদন্ত দেখা যায় মোছাঃ বাসনা খাতুন শহিদ বীর মুক্তিযোদ্ধা রবিউল হক জোয়ার্দ্দার এর উত্তরাধিকার (কন্যা)।

ইহা মহোদয়ের সদয় অবগতির জন্য প্রেরণ।

 

সংযুক্ত: ৫ ফর্দ।

 

 

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার

চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

মোছাঃ মৌমিতা পারভীন

উপজেলা সমাজসেবা অফিসার

চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

ফোন- ০২৪৭৭৭৮৭৭৮৫

Images
Attachments
Publish Date
12/01/2022